সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-জেলার নবসৃষ্ট গুইমারা উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উশ্যে প্রু মার্মা আনারস প্রতীকে ৬৮৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী মেমং মার্মা পেয়েছেন ৫৭৬৯ ভোট।ধানের শীষ প্রতীকে মো:ইউচুপ পেয়েছেন ৩৮৫৫ ভোট।এছাড়া আওয়ামীলীগ সমর্থিত সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ঝর্ণা ত্রিপুরা নৌকা প্রতীকে ৮১৭২ এবং ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান ধানের শীষ প্রতীকে ৫৮৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন ১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করে গুইমারা উপজেলার প্রথম চেয়ারম্যান হিসেবে উশ্যেপ্রু মার্মাকে জয়ী ঘোষণা করেন।এর আগে সোমবার সকাল ৮টা থেকে উপজেলার ১৪টি কেন্দ্রের ৯৮টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।সকাল থেকে আবহাওয়া প্রতিকূলে থাকায় ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিকেলে জালভোট দেয়ার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার মেম্বারপাড়ার বাসিন্দা লোকমান হোসেনের পুত্র ওমর ফারুক আকাশকে দুই হাজার টাকা আর্থিক দ- প্রদান করেন।এছাড়া বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগের নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।প্রসঙ্গত,গুইমারা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৭হাজার ৯শত ৯২জন। নারী ভোটার ১৩হাজার ৬শ ২৫জন,পুরুষ ভোটার ১৪হাজার ৩শ ৬৭জন।ভোট কেন্দ্র ১৪টি ও বুথ সংখ্যা ৯৮টি।চেয়ারম্যান পদে ৩জন,ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.