

খাগড়াছড়িঃ-বাংলাদেশ সেনাবাহিনীর লাইটনিং টুয়েলভ পদাতিক ব্যাটলিয়নকে কৃর্তিত্বের স্মারক রেজিমেন্টাল কালার ফ্ল্যাগ প্রদান করা হয়েছে।এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে খাগড়াছড়ির দীঘিনালাস্থ এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারের কুচকাওয়াজ মাঠে রেজিমেন্টাল কালার প্যারেডের আয়োজন করা হয়।চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো:জাহাঙ্গীর কবির তালুকদার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে নিয়ে লাইটনিং টুয়েল্ভ ব্যাটলিয়নের কন্টিনজেন্টদের প্যারেড সালাম গ্রহণ করেন।প্যারেড শেষে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো: জাহাঙ্গীর কবির তালুকদার ১২ বীরের অধিনায়ক লে: কর্ণেল গোলাম আজমের কাছে কৃর্তিত্বের স্মারক রেজিমেন্টাল কালার ফ্ল্যাগ প্রদান করেন।
অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জিওসি পার্বত্য চট্টগ্রামে লাইটনিং টুয়েল্ভ পদাতিক ব্যাটলিয়নের বিগত সময়ের সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার পাশাপশি অর্জিত পতাকার সমান অক্ষুণœ রাখতে সেনাবাহিনীর সকল সদস্যকে সজাগ থাকার আহ্বান জানান।