খাগড়াছড়ি প্রতিবেদকঃ-পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ২ উপজাতীয় সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।গতকাল সোমবার রাত ০২:৩০ মিনিটে রামগড় থানার প্রেমতলা নামক জায়গা থেকে সুজন চাকমা (২৮) ও আব্বাই মারমা (৩৩) নামক ২ জন উপজাতীয় সন্ত্রাসীকে সিন্দুকছড়ি জোনের নিরাপত্তাবাহিনী অস্ত্র,এমুশান গুলি ও অন্যান্য সরঞ্জামসহ আটক করে।
এর মধ্যে রয়েছে ১টি একে ২২ (মেড ইন ইউ এস এস আর),২টি লোকাল গান,১০রাউন্ড একে ২২ এমুনিশন, ৪রাউন্ড লোকাল গান এমুনিশন,চাদা আদায়ের রশিদ ও ১টি রামদা,৫টি মোবাইল সেট,৫টি পোস্টার।অাটককৃত উপজাতীয় সন্ত্রাসীদের থানায় হস্তান্তর করার প্রতিক্রিয়া চলছে।মামলার মাধ্যমে তাদের অাদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.