শতাধিক ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে এএফসি গ্রাসরুট ফুটবল ডে।বুধবার (১৭ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় বান্দরবান জেলা স্টেডিয়ামে গ্রাসরুট এই ফুটবল ডে অনুষ্ঠিত হয়।এসময় শতাধিক ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে একাধিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।পরে ক্ষুদে ফুটবলারদের হাতে সনদ বিতরন অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শাহ আলম।
বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মং ওয়াই চিং এর সার্বিক তত্বাবধানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মুজিবুর রশিদ,সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সালাহউদ্দিন,বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর সদস্য দিলীপ কুমার দে,রূপন দত্ত,পুলুপ্রু ও অং চ মং প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি নাসির উদ্দীন।সনদ বিতরণ অনুষ্ঠানে ক্ষুদে ফুটবলারদের উদ্দেশ্যে করে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে।তোমাদের মধ্য থেকেই আগামী দিনে জাতীয় দলে নেতৃত্ব দেবে এমন প্রত্যাশা করি।তোমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে। সে লক্ষ্যে সবাই এগিয়ে যাও,আমরা সবাই তোমাদের পাশে আছি।খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু।প্রীতি ফুটবল ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শিমুল দাশ।