বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় ‘জেলায় জেলায় রাগবি রেফারিজ ও কোচ প্রশিক্ষণ কোর্স ২০২১-২০২২’ এর অংশ হিসেবে বান্দরবানে তিনদিন এর প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ নভেম্বর) সকালে বান্দরবান স্টেডিয়াম এর কনফারেন্স কক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর কোষাধ্যক্ষ এবং ভলিবল কোচ মং চিং প্রু (নজী)।
জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু।জানা যায়,বান্দরবান জেলার বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকসহ ২০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে কোর্সটি শুরু হয়েছে।কোর্সের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর ডেভেলপমেন্ট ম্যানেজার রেদওয়ানুল খায়ের রাহাত।কোর্সটির কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ।
জাতীয় স্কুল,কলেজ ও মাদ্রাসা শিক্ষাবোর্ডে রাগবি খেলাটি অন্তৰ্ভুক্ত হওয়ায় পর্যায়ক্রমে এই কোর্সটি ৬৪টি জেলায় অনুষ্ঠিত হবে।৪ নভেম্বর (শুক্রবার) তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স টি সমাপ্তি হবে।