

বান্দরবানে স্বাধীনতা কাপ ক্যারাম টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বান্দরবান জেলা স্টেডিয়াম প্যাভিলিয়ন চত্বরে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ঝন্টু দাশ।মরহুম আবু বক্কর স্মৃতি সংসদের সভাপতি মো.ইলিয়াস (মানিক) এর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি কৌশিক দাশ,জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও জেলা ফুটবল কোচ শহিদুল ইসলাম সোহেল, বৈশাখী টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি মিটুন দাশ,বাফুফের নিবন্ধিত রেফারি (বান্দরবান) বাপ্পী মল্লিক।এসময় প্রধান অতিথি ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ঝন্টু দাশ বলেন,খেলাধুলার যেকোনও চর্চা যুব সমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,ক্রীড়ার সাথে জড়িতরা সবসময় নিজের জন্য ভালো এবং দেশের জন্যও সম্পদ।তিনি আরো বলেন,বান্দরবানের ক্রীড়ার উন্নয়নে আমি সবসময় পাশে আছি, আগামীতেও থাকবো।সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মরহুম আবু বক্কর স্মৃতি সংসদের সভাপতি মো.ইলিয়াস (মানিক) বলেন,আমার মরহুম পিতার স্মরণে প্রতিবছরই এই ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়।যুব সমাজের ক্রীড়া চর্চা নিশ্চিত করতে আগামীতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে টুর্নামেন্টের একক চ্যাম্পিয়ন জয় দাশ এবং দ্বৈত চ্যাম্পিয়ন প্রশান্ত বড়ুয়াসহ ৮ জন খেলোয়াড়কে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সিঙ্গেল ও ডাবল ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন।