

স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা কাপ ক্যারাম টুর্নামেন্ট”২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বান্দরবান জেলা স্টেডিয়াম প্যাভিলিয়ন চত্বরে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনদিনব্যাপী টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বান্দরবানের জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।মরহুম আবু বক্কর স্মৃতি সংসদের সভাপতি মো.ইলিয়াস (মানিক) এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের নিবন্ধিত রেফারি (বান্দরবান) বাপ্পী মল্লিক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা ক্রীড়া অফিসার মঈন উদ্দিন মিলকি বলেন,খেলাধুলার যেকোনও চর্চা যুব সমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আবু বক্কর স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের প্রতি জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই পাশাপাশি তাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানাই।বাংলাদেশের ক্রীড়া প্রেক্ষাপটে ক্যারাম অনেক ঐতিহ্যবাহী একটি খেলা।এই টুর্নামেন্টে যেসব খেলোয়াড়রা ভালো করবে তাদেরকে বান্দরবান জেলা ক্রীড়া অফিস সার্বিক সহযোগিতা করবে যাতে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা তাদের দক্ষতা বৃদ্ধি করার সুযোগ পায়।এবিষয়ে আয়োজক মো.ইলিয়াস (মানিক) জানান,তিন দিনের এই টুর্নামেন্টে সিঙ্গেল ও ডাবল দুই পদ্ধতি তে ৪ রাউন্ড করে সর্বমোট ৮ রাউন্ড খেলা অনুষ্ঠিত হবে (১২ টি সিঙ্গেল এবং ৮টি ডাবল)।বান্দরবান জেলা শহর থেকে রিদম রয়েল স্পোর্টিং ক্লাব,মর্নিং ফুটবল একাডেমি, ঈগল স্পোর্টিং ক্লাব এবং ঈগল টাইগার্স একাডেমির খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।