

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২১-২২ এর আওতায় বান্দরবান সদর উপজেলায় অনুর্ধ ১২-১৪ বছর বয়সী ছেলে মেয়েদের টেবিল টেনিস প্রশিক্ষণের সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এর সার্বিক তত্ত্বাবধানে বান্দরবান জেলা ক্রীড়া অফিস আয়োজিত ১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণের সনদ প্রদান অনুষ্ঠিত হয়।লিটল স্টার ক্লাব এর সভাপতি থুইসিংপ্রু লুবু এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিভাগের আহবায়ক বাশৈচিং চৌধুরী।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ম্রো,জেলা মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য নিনি প্রু।লিটল স্টার ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে ৩০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে।এসময় ৮জন প্রশিক্ষণার্থীর মাঝে ভালো ফলাফল করায় ক্রীড়ার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে (এ) এবং (বি) দুই ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে টেবিল টেনিস ব্যাট বিতরণ করেন উপস্থিত অতিথিরা।পুরাণ রাজবাড়ী মাঠে আয়োজিত এই প্রশিক্ষণে সুসময় তঞ্চঙ্গ্যা,মংহ্লা থোয়াই চাক এবং আবুসিং মার্মা প্রশিক্ষন প্রদান করেন।