বান্দরবান জেলা স্টেডিয়ামে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুন) অনুষ্ঠিত বৃষ্টিভেজা প্রথম সেমিফাইনাল খেলায় রুদ্ধশ্বাস ট্রাইবেকারে আলীকদম ফুটবল দল ৩ (৫)-২ (৫) গোলে বান্দরবান সদর উপজেলা ফুটবল দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।খেলার নির্ধারিত সময়ে দুটি দলই ১টি করে গোল করায় ট্রাইবেকারে ফলাফল নির্ধারিত হয়।জমজমাট এবং তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এই সেমিফাইনাল খেলায় ৬৯ পদাতিক ব্রিগেড এর জেএসও-২ (ইন্ট) ক্যাপ্টেন নাঈম পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।এসময় সদর জোনের জেডএসও ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ উপস্থিত ছিলেন।এসময় বিপুলসংখ্যক দর্শক তুমুল উত্তেজনা নিয়ে খেলাটি উপভোগ করতে দেখা যায়।
প্রসঙ্গত,গত ২৪ জুন অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বান্দরবান স্টেডিয়াম মাঠে ট্রাইবেকারে রোয়াংছড়ি উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বান্দরবান সদর উপজেলা দল।অন্যদিকে লামা উপজেলা ফুটবল দলকে পরাজিত করে আলীকদম উপজেলা ফুটবল দল সেমিফাইনাল নিশ্চিত করে।
উল্লেখ্য,বান্দরবান রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে সর্বমোট আটটি দল অংশগ্রহণ করছে।বান্দরবান জেলার সাতটি উপজেলা থেকে একটি করে দল এবং বান্দরবান জেলায় অবস্থিত সামরিক ও বেসামরিক প্রশাসন এর সম্মিলিত নিরাপত্তা বাহিনী দল (বিজিবি ও সেনাবাহিনী) মিলে সর্বমোট আটটি ফুটবল দল আলোচিত এবং সমসাময়িক সাড়া জাগানো এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
এদিকে বান্দরবান এর স্থানীয় ক্রীড়া অনুরাগীরা সেনা রিজিয়ন এর এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন।বান্দরবান বক্সিং ক্লাবের ম্যানেজমেন্ট ও কমিউনিকেশন বিভাগের পরিচালক লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,বান্দরবানের তরুণরা করোনার কারণে দীর্ঘদিন মাঠের আয়োজন বন্ধ থাকায় একটি অস্বস্তিকর সময় পার করছিলো।এরমধ্যে ডিএসএ একটি টুর্নামেন্ট শেষ করার পরপরই সেনা রিজিয়ন এর এই আয়োজন আমাদের তরুণদের জন্য সত্যিই একটা অনবদ্য আয়োজন বলে মনে করি।এতে ক্রীড়ানুরাগীরা তো বটেই বিশেষ করে তরুণরা মাঠ এবং গ্যালারিমূখী হচ্ছে।এই ধরনের উদ্যোগ এবং আয়োজন নিয়মিত হবে এমনটাই প্রত্যাশা।