

বান্দরবান পার্বত্য জেলার প্রবেশ মূখ খ্যাত ৪ নং সুয়ালক ইউনিয়নের সাড়া জাগানো ক্রীড়া সংগঠন সুয়ালক সুপার স্টার ক্লাবের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ছয়টায় আবদুল কুদ্দুস ফাউন্ডেশন এর গোরস্থান মসজিদ মার্কেটেস্থ কার্যালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন জার্সি উন্মোচিত হয়েছে।সিএইচটি টাইমস ডটকম সম্পাদক লুৎফুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে আয়োজিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক,তরুণ সমাজসেবক এবং সফল ব্যবসায়ী মুশফিকুর রহমান সোহেল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান ও স মোঃজসিম উদ্দিন,৩নং কদুখোলা ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃরফিকুল আলম,৪নং সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃরাসেল ভুঁইয়া প্রমুখ।এসময় সুয়ালক সুপার স্টার ক্লাবের পক্ষে জার্সি গ্রহণ করেন ক্লাবের অধিনায়ক মেহেদী হাসান মুন্না ও সুয়ালক ইউনিয়ন পরিষদ অফিস সহকারী মোঃখোকন।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আব্দুল কুদ্দুছ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃআশরাফুর রহমান রুবেল।উল্লেখ্য,তরুণ সমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে দীর্ঘদিন আব্দুল কু্দ্দুছ ফাউন্ডেশন ও সিএইচটি টাইমস ডটকম এই ধরনের ক্রীড়া সংগঠনগুলোকে ক্রীড়া সরঞ্জাম,জার্সি সহ নানাভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে।এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলার সাড়া জাগানো ক্রীকেট টুর্নামেন্ট বান্দরবান প্রিমিয়ার লীগ উপলক্ষে আব্দুল কুদ্দুছ ফাউন্ডেশন ও সিএইচটি টাইমস ডটকম যৌথভাবে সুয়ালক সুপার স্টার ক্লাব কে এই জার্সি প্রদান করে।