চট্রগ্রাম অফিসঃ-দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের ঐতিহ্যবাহী ১৩৯তম ''মক্কার'' বৈলীখেলা ও বৈশাখী মেলা নানা আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।২০এপ্রিল (শুক্রবার) দিনব্যাপী মাদার্শা ইউনিয়নে প্রায় ৩কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বৈশাখী মেলা এবং মাঠে অনুষ্ঠিত হয়েছে অাকর্ষনীয় বলীখেলা।সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে এ মেলার কার্যক্রম। মেলায় মিলছে বাচ্চাঁদদের প্রয়োজনীয় সকল জিনিসপত্র সহ খাবার,কাপড়-চোপড়, কসমেটিকসের দোকান,এছাড়াও বাঁশ-বেতের তৈরি জিনিসপত্র,নানা কৃষি উপকরণসহ গ্রামীণ পরিবারে সারা বছরের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী।সকাল থেকে জমকাল ভাবে মেলায় কেনা-কাটা শুরু হলেও বলীখেলা শুরু হয়েছে বিকাল ৩টায়।উক্ত বলীখেলায় অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামকরা বলীরা ছুটে আসেন,এতে প্রায় একেধারে ৩ঘন্টার বেশি সময় বলীখেলা চলে।
খেলা চলাকালীন সময়ে বলীরা খালি গায়ে বাজনার তালে তালে নিত্য করে মাঠের চার পাশে ঘুরে ঘুরে হাজারো দর্শকদের প্রচুর আনন্দ দেন।এতে দর্শকদের হাতের তালিতে মেতে ওঠে পুরো মাঠ।বাজনার তালেতালে নিত্য করা বলী এবং বাজনাওয়ালাদের তাতক্ষণিক মঞ্চে ডেকে প্রতিজনকে ১হাজার টাকা করে বকশিশ প্রদান করেন,খেলার উদ্বোধক ও প্রধান অতিথি স্থানীয় সাংসদ ড.নদভী।খেলা শেষে খেলোয়াড়দের হাতে নগদ টাকা সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।উক্ত বলীখেলার উদ্বোধক এবং প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম (১৫) সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি।মক্কার বাড়ীর মোঃ কামরুল আলম চৌধুরীর সভাপতিত্বে, খেলা পরিচালনা করেন, নাজেমুল আলম (নাজু চেয়ারম্যান) ও ৭নং মাদার্শা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অা.ন.ম সেলিম চৌধুরী।খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃহাসানুজ্জামান মোল্লা।লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী,লোহাগাড়া যুবলীগের অাহবায়ক জহির উদ্দিন,সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃরফিকুল হোসেন,লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃসাইফুল ইসলাম সহ সাতকানিয়াও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং সাতকানিয়া-লোহাগাড়া আওয়ামীলীগ ও সহযোগী অংগসংগঠনের নেতাকর্মীরা।বৈশাখী মেলা ও বলীখেলা পরিচালনার সহযোগীতায় ছিলেন, ফায়সারুল অালম চৌধুরী,জুলফিকার শাহাদত চৌধুরী (জুয়েল),মাহফুজুর রহমান চৌধুরী (হুমায়ুন),চৌধুরী হাছান শাহারিয়ার (পাবেল),জিল্লুর রহমান চৌধুরী (সোহেল),শাহারিয়ার চৌধুরী (হিমেল),সাকিবুল হাসান চৌধুরী (সাকিব) প্রমুখঃ।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.