

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।প্রতিযোগিতায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর বক্সারদের জয়জয়কার দেখা গেছে।বুধবার (২৫ জানুয়ারি) এম.এ.আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে মূল পর্বের জন্য খেলাগুলো অনুষ্ঠিত হয়।এদিন সকালে বক্সিং প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সেক্রেটারি ডক্টর সিরাজ উদ্দিন মো.আলমগীর।এসময় চট্রগ্রাম বিভাগ এর বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তা,কোচ, খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।আমাদের সামাজিক এবং মানসিক অবক্ষয় দূর করার জন্য নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা করতে হবে। শেখ কামাল যুব গেমস এর জাতীয় পর্যায়ে ভালো করার জন্য চট্রগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের পাশে থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন,খেলোয়াড়দের নিয়মিত প্র্যকটিসে থাকতে হবে এবং আমরাও এই বিষয়ে সহযোগিতা করবো।এসময় তিনি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।খেলায় বিচারক ও প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন চট্রগ্রামে জেলা ও বিভাগের প্রধান বক্সিং কোচ মোনায়েবুর রহমান খাঁন।বাছাই পর্ব (জাতীয়) এই খেলায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর বক্সিং দল ১০টি ক্যাটাগরির মধ্যে ৮টিতে প্রথম স্থান অর্জন করে।বান্দরবান বক্সিং দলের জয়জয়কার এর বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার ও প্রশিক্ষক মাহফুজুর রশিদ বাচ্চু।তিনি জানান,বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৮ টি স্বর্ন,৫টি রোপ্য এবং ২টি ব্রোঞ্জ নিয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এসময় বক্সিং দলের অ্যাসিসটেন্ট ম্যানেজার লুৎফুর রহমান (উজ্জ্বল) এবং সকল কর্মকর্তা কে তিনি ধন্যবাদ জানান।এসময় তিনি বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি আরও জানান বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার ১৬ জন বক্সার শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস জাতীয় পর্বে অংশগ্রহন করার জন্য নির্বাচিত হয়েছে।রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থা রানার্সআপ এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা তৃতীয় হয়েছেন।