শহীদ শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একজন কিংবদন্তি তুল্য ক্রীড়া সংগঠক।এদেশের ক্রীড়া কে এগিয়ে নিতে শহীদ শেখ কামাল এর অবদান বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে অমর হয়ে থাকবে।শহীদ শেখ কামাল কাবাডি টুর্নামেন্ট এর মধ্য দিয়ে আজকে বান্দরবান এর খেলাধুলার সবচেয়ে বড় জয় হয়েছে।বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কাবাডি টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।মন্ত্রী বলেন,খেলাধুলার কারণেই যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে নিরাপদ রাখা যায়।তাই এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,আয়োজন সংশ্লিষ্ট সকল কে টুর্নামেন্ট সফল করার জন্য সহযোগিতা করায় ধন্যবাদ জানান।পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিম এর মনমুগ্ধকর ক্রীড়া শৈলী প্রদর্শন করায় উভয় টিম কে অভিনন্দন জানান।
রবিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত ফাইনাল খেলায় বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ নয় পয়েন্ট এর ব্যবধানে বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় (৫৯-৫০)।স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মো.ছাদেক,অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন,রাজিব কুমার বিশ্বাস,জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকী,পৌর আঃলীগ সভাপতি অমল কান্তি দাশ,পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর এসময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নিজস্ব তহবিল থেকে টুর্নামেন্ট আয়োজক কমিটি কে এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন।পাশাপাশি তিনি চ্যাম্পিয়ন টিমকে দশ হাজার টাকা এবং রানার্সআপ দলকে সাত হাজার টাকা প্রাইজমানি উপহার হিসেবে তুলে দেন।উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা কাবাডি প্রতিযোগিতা-২২ এর আয়োজন করে।বান্দরবান জেলা ক্রীড়া অফিস এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে।