

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ ডিসেম্বর) রাজার মাঠ প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এসময় বান্দরবান এর পুলিশ সুপার মো.সৈকত শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং খেলা উপভোগ করেন।প্রতিযোগিতায় বান্দরবান সদর পৌরসভা কাবাডি দল (বালিকা) ও লামা উপজেলা বালিকা দল (বালক) চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।এসময় প্রধান অতিথির বক্তব্যকালে পুলিশ সুপার সৈকত শাহিন বলেন,আজকের ফাইনালে দুটি ম্যাচই অত্যন্ত চমৎকার ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।আমরা একটি মনোমুগ্ধকর খেলা উপভোগ করেছি।তিনি আরো বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডি খেলাকে আমাদের জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছিলেন।কাবাডি খেলাকে বিশ্বের দরবারে একটি আকর্ষণীয় ও মনোমুগ্ধকর খেলা হিসেবে পরিচিত করতে চাই।আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের বুকে কাবাডিতে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই,সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।তিনি আরও বলেন,অপার সম্ভাবনাময় একটি দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ।আমরা একটি বীরের জাতি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।মহান বিজয় এর মাসে এই আয়োজনকে যারা সহযোগিতা করেছেন সকলকে জেলা পুলিশ এর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই।খেলাধুলা আমাদের আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।এসময় তিনি,অংশগ্রহনকারী সকল খেলোয়াড় কে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ আলম,সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মো.সালাহ উদ্দিন,জেলা ক্রীড়া সংস্থা এর সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মুজিবুর রশিদ,সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল,কোষাধ্যক্ষ মংসিং প্রু নজিসহ জেলা পুলিশ এর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড় এর মাঝে পুরষ্কার বিতরন করেন পুলিশ সুপার সৈকত শাহিন।বান্দরবান জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে।এতে বান্দরবান সদর সহ বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়দের নিয়ে আটটি দল প্রতিযোগিতায় অংশগ্রহন করে।