ক্রীড়া পরিদপ্তর কতৃক প্রনীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে ভলিবল প্রতিযোগিতার সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে।১৩ ডিসেম্বর (বুধবার) বিকালে বান্দরবান ভলিবল খেলোয়াড় সমিতির সহযোগিতায় ভলিবল প্রতিযোগিতার সমাপনী খেলা শুরু হয় বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সার্বিক তত্বাবধানে আয়োজিত বান্দরবানের স্থানীয় রাজার মাঠে এই ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।এসময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র সামসুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য অংচমং।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মংসিং প্রু নজি,নির্বাহী সদস্য দিলীপ কুমার দে,নির্বাহী সদস্য সাচিং প্রু ,নির্বাহী সদস্য নিনি প্রু,মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মেনিপ্রু।এছাড়াও জেলা ক্রীড়া অফিস এর কর্মকর্তা ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে বান্দরবান পৌরসভার মেয়র সামসুল ইসলাম বলেন,ক্রীড়ার কোন বিকল্প নেই।ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি বেশি বেশি করে খেলাধুলা করতে হবে।একমাত্র খেলাধুলাই স্বাস্থ্য ভালো রাখতে পারবে।আমাদের যুব সমাজকেও ক্রীড়ামুখী করতে হবে।ফাইনাল খেলায় নীলাচল ভলিবল দলকে পরাজিত করে তাজিংডং ভলিবল দল চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে।পরে খেলা শেষে প্রধান অতিথি রানার্সআপ ও বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।