মরহুম আব্দুল গফুর দরবেশ স্মৃতি 9 সেট গোল্ডকাপ ক্রিকেটের উদ্বোধন


প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০১৮ ২:৪৫ : পূর্বাহ্ণ 804 Views

স্পোর্টস ডেস্কঃ-মরহুম আব্দুল গফুর দরবেশ স্মৃতি 9 সেট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।মরহুম আব্দুল গফুর দরবেশ এর অন্যতম দৌহিত্র এবং মেসার্স আব্দুল গফুর দরবেশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুশফিকুর রহমান সোহেল উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ ক্যা নু মার্মা।গতকাল শনিবার শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় মেসার্স জয় এন্টারপ্রাইজ ও বান্দরবান টিম-১।বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রতিষ্ঠিত সুয়ালক উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী খেলায় বান্দরবান টিম-১ তাদের দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে ৯ রানের ব্যাবধানে শক্তিশালী জয় এন্টারপ্রাইজ কে প্রথম খেলাতে পরাজিত করে।খেলার মূল আয়োজক হিসেবে টুর্নামেন্ট পরিচালনা করছে সুয়ালকের প্রখ্যাত ক্রীড়া সংশ্লিষ্ট সামাজিক সংগঠন সুয়ালক সুপার স্টার ক্লাব।উদ্বোধনী খেলায় ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের ক্রিকেটার অনিক।খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।প্রথম খেলায় অনবদ্য পারফরমেন্স এর কারনে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় অনিক।পরে খেলায় উপস্থিত হওয়া অতিথিরা ম্যান অফ দ্যা ম্যাচ অনিকের হাতে পুরষ্কার তুলে দেন।উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে সুয়ালক ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুস সবুর,৩নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তা ও কলাকুশলীরা।আয়োজক সুত্রে জানা যায় টুর্নামেন্টের বিজয়ী দলকে ১৫০০০ (পনেরো হাজার) এবং রানার্সআপ দলকে ১০০০০ (দশ হাজার) টাকার প্রাইজমানি দেয়া হবে।এছাড়াও টুর্নামেন্টের প্রতিটি খেলায় একজন কে ম্যান অফ দ্যা ম্যাচ,টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান,সেরা বোলার,সেরা কিপার এবং সেরা ফিল্ডাররা পুরষ্কৃত হবেন।এছাড়া টুর্নামেন্টের ম্যান অফ দ্যা সিরিজের পাশাপাশি সর্বোচ্চ শৃঙ্খলা পালনকারী দলকে ফেয়ার প্লে পুরষ্কার ও সর্বোচ্চ শৃঙ্খলা পালনকারী খেলোয়াড়কে বিশেষ সম্মাননা এবং সেরা দর্শকের জন্য বিশেষ পুরষ্কার প্রদান করা হবে।টুর্নামেন্টে প্রতিটি দলে পক্ষে ৯ জন করে খেলোয়াড় অংশ নেয়ার পাশাপাশি ২জন করে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছে।উল্লেখ করা যেতে পারে টুর্নামেন্টের প্রতিটি দল ৪জন খেলোয়াড় হায়ার করতে পারবেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!