

স্পোর্টস ডেস্কঃ-ভুটান জুডো ফ্রেন্ডশীপ টুর্ণামেন্টে স্বর্ণপদক পেয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে লামা উপজেলার সন্তান ক্যক্য মার্মা (১৫)।সে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম ত্রিশডেবা মার্মা পাড়ার উমং মার্মার ছেলে।গত ৮ জুন ভুটানের রাজধানী ‘থিম্ফু’তে বাংলাদেশ,নেপাল ও ভুটানের খেলোয়াড়দের মধ্যে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।স্বর্ণপদক জয়ী ক্যক্য মার্মাকে সংবর্ধনা এবং সম্মান জানাতে সোমবার লামার ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রমের পক্ষ থেকে নানান আয়োজন করা হয়।সকাল ১১টায় ক্যক্য মার্মা লামায় পৌঁছালে তাকে আশ্রমের শিশুরা ফুল দিয়ে বরণ করে।আশ্রমের পরিচালক নন্দমালা ভিক্ষু জানান,সে আমার এলাকার ছেলে।তাকে এই উৎসাহ দিতে আমরা সংবর্ধনার আয়োজন করেছি।