

বান্দরবানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ জুন) সরকারি শিশু পরিবার মাঠ প্রাঙ্গনে আয়োজিত বিভিন্ন ইভেন্ট ভিত্তিক খেলার আনন্দে মেতে উঠে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচী (২০২৩-২০২৪) আওতায় এবং বান্দরবান জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শিশুদের নিয়ে বল নিক্ষেপ,হিট স্ট্যাম্প খেলাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়।এতে অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীরা অংশ নেয়।এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আনন্দে আত্মহারা হয়ে পড়েন এসব শিশুরা।এতে শিশুদের মিলন মেলায় সরকারি শিশু পরিবার মাঠ প্রাঙ্গন ক্রীড়া উৎসবে পরিনত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক শৈহ্লাচিং বাশৈচিং।জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতা আয়োজিত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার সমন্বয়ক ও দুপ্রক এর জেলা সদস্য লুৎফুর রহমান (উজ্জ্বল),সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়াও সরকারি শিশু পরিবারের শিক্ষক তুষার চাকসহ অভিবাবকরা এসময় উপস্থিত ছিলেন।ক্রীড়া উৎসব শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।