বান্দরবান ফুটবল পরিবারের আয়োজনে সম্প্রীতির ফুটবল ম্যাচ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ জুলাই) বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির সহযোগিতায় জেলা স্টেডিয়াম মাঠে এই ফুটবল ম্যাচ টি অনুষ্ঠিত হয়।সাবেক কৃতি ফুটবলার মো.নাছির উদ্দিন এর সার্বিক তত্বাবধানে আয়োজিত খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়।পরে বান্দরবান যুব ফুটবল একাদশ ট্রাইবেকারে লোহাগাড়া যুব ফুটবল একাদশকে পরাজিত করে।
এসময় বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা,বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এর সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো.মুজিবুর রশিদ,লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ,জেলা ক্রীড়া সংস্থার সদস্য দিলীপ কুমার দে,রুপম কুমার দত্ত উপস্থিত ছিলেন।পরে উভয় দলকে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা।
পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন,আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের নীতি নির্ধারক,সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে।শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা।একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে সড়িয়ে রাখতে।যুব সমাজকে মাদক এবং মোবাইল গেম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে সড়িয়ে রাখতে সকলকে খেলাধুলার প্রতি বেশি বেশি সম্পৃক্ত হতে হবে।খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার মাহফুজুর রশিদ বাচ্চু।