বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ অর্থবছরের আওতায় বান্দরবান জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু হলো বঙ্গবন্ধু মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২২।বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় দ্যা মর্নিং ফুটবল একাডেমি ৪-১ গোলে বুদ্রিক রাইডার্স একাডেমি কে পরাজিত করে।উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অর্ণব দাস।
মরহুম আবু বক্কর স্মৃতি সংসদের সভাপতি মো.ইলিয়াস (মানিক) এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক পলাশ দাস।
এবিষয়ে বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি বলেন,প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টি করতে কাজ করছে বান্দরবান জেলা ক্রীড়া অফিস।এরই অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই টুর্নামেন্ট আয়োজন করা হলো।এতে তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা দক্ষ খেলোয়াড়রা নিজেদের ক্রীড়া শৈলী প্রদর্শন এর একটি সুযোগ তৈরি হলো।সবচেয়ে বড় বিষয় খেলাধুলা আমাদের তরুণ উদীয়মান যুব সমাজকে মাদকসহ সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মরহুম আবু বক্কর স্মৃতি সংসদ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহণ করছে।শনিবার (২৩ জুলাই) বঙ্গবন্ধু ছাত্রাবাস একাদশ বনাম পাওয়ার সুটিং একাদশ এবং রবিবার (২৪ জুলাই) কিংস অব বনরুপা বনাম পরিমল টাইগার কিংস এর খেলা অনুষ্ঠিত হবে।নকআউট পর্বের এই টুর্নামেন্টে সর্বমোট ছয়টি খেলা অনুষ্ঠিত হবে।৬০ মিনিটের প্রতিটি খেলায় ৯জন খেলোয়াড় মাঠে নামার সুযোগ পাবে।