বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


অনুলেখকঃ-  লুৎফুর রহমান (উজ্জ্বল)

প্রকাশের সময় :২৪ জুন, ২০২২ ৯:৪৭ : অপরাহ্ণ 454 Views

বান্দরবানে স্টেডিয়াম মাঠে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ জুন) টুর্ণামেন্টের উদ্বোধন করেন বান্দরবান সদর জোনের উপ অধিনায়ক মেজর এস.এম.মাহমুদুল হাসান সোহাগ,পিএসসি।উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক বিগ্রেডের জিএসও টু আই ক‍্যাপ্টেন নাইম পারভেজ,বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সদর জোনের উপ অধিনায়ক মেজর এস.এম মাহমুদুল হাসান সোহাগ বলেন,খেলাধুলা মানুষকে সুশৃংখল, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে সম্প্রীতি রক্ষায় সহায়তা করে।এই ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে উল্লেখ করে তিনি বলেন,সেনা রিজিয়ন মেধাবী খেলোয়াড় সৃজন করার উদ্দেশ্য নিয়েই এই টুর্নামেন্ট চালু করেছে।কিন্তু করোনা পরিস্থিতির কারণে এতোদিন এটি আয়োজন করা সম্ভব হয়নি। তিনি খেলোয়াড়দের কাছে খেলোয়াড় সুলভ আচরণ আশা করে বলেন,খেলার মাঠের পরিবেশ সুন্দর রাখা সকলেরই দায়িত্ব।বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবান পৌরসভার মেয়র মো.ইসলাম বেবী বলেন,সেনাবাহিনীর বরাবরই দেশ ও জনগণের জন্য সর্বদা নিবেদিত প্রাণ।এ খেলার আয়োজন করায় তিনি বান্দরবান রিজিয়নকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন,ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমকে চলমান থাকলে খেলোয়াড় ও দর্শকরা মাঠমুখি হবেন।আমাদের ফুটবলের জনপ্রিয়তা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।উদ্বোধনী পর্বের খেলায় স্বাগতিক বান্দরবান সদর উপজেলা দল ট্রাইবেকারে ৫-৪ গোলে রোয়াংছড়ি উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে বান্দরবান জোনের সার্বিক তত্ত্বাবধায়নে বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হচ্ছে।সাম্প্রতিক সময়ে আলোচিত এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন উপজেলা ও বিজিবি এবং সম্মিলিত নিরাপত্তা বাহিনী সদস্যদের নিয়ে ৮ টি দল অংশগ্রহণ করছে।।খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়া সংগঠক ও সাবেক কৃতী ফুটবলার মাহফুজুর রশীদ বাচ্চু।উদ্বোধন পর্বে বান্দরবান সেনা রিজিয়নের বিভিন্ন পদবীর কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।খেলায় বিপুলসংখ্যক দর্শক জেলা স্টেডিয়াম মাঠে উপস্থিত হয়ে দুই দলের ক্রীড়া শৈলী উপভোগ করেন।এদিকে একই সময়ে আলীকদম জোন সদর প্রশিক্ষণ মাঠ ও রুমা সদর প্রশিক্ষণ মাঠে টুর্নামেন্টের আরও খেলা অনুষ্ঠিত হয়।খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারে আলীকদম উপজেলা ফুটবল দল লামা উপজেলা ফুটবল দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।অন্য দিকে রুমা উপজেলা দল ৩-০ গোলে থানচি উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।দিনের অপর খেলায় শুক্রবার সকালে সেনা জোন মাঠে নাইক্ষ্যংছড়ি উপজেলা দল ৬-০ গোলের বিশাল ব্যবধানে সম্মিলিত নিরাপত্তা বাহিনী দলকে পরাজিত করে।সোমবার (২৭ জুন) এবং মঙ্গলবার (২৮ জুন) বান্দরবান জেলা স্টেডিয়াম ও বান্দরবান জোন সদর প্রশিক্ষণ মাঠে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!