বান্দরবানে শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২৩ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও সমাপনী পর্ব এবং পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম,জেলা ক্রীড়া সংস্থা এর সেক্রেটারী পৌর মেয়র মো.ইসলাম বেবী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি।দৌড়,হাই জাম্প, লং জাম্প,ট্রিপল জাম্প,জ্যাভলিন থ্রো,শটপুট, ডিসকাস এবং রিলে দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহন করে ৬টি উপজেলার শিক্ষার্থীরা।পরে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।এছাড়াও প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য সেরা খেলোয়াড় পুরস্কারসহ উপজেলা ভিত্তিক চ্যাম্পিয়ন উপজেলা ও রানার্সআপ পুরস্কার প্রদান করা হয়।বিকেলে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক,মানসিক ও শৃঙ্খলা বোধ তৈরিসহ সুস্থ প্রতিযোগীতামূলক মনোভাব গড়ে তোলতে দেশব্যাপী একটি ক্রীড়া আন্দোলন সৃষ্টির লক্ষ্যে স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের ছাত্র -ছাত্রীরা যাতে মাদক, জঙ্গীবাদ,বাল্যবিবাহ,সন্ত্রাসবাদ এর মতো অপরাধ থেকে দূরে রাখতেই এমন আয়োজন।
শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা বান্দরবান জেলার ক্রীড়াক্ষেত্রে মেধাবী এ্যাথলেট তৈরিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।এবারের প্রতিযোগিতায় ১০ টি স্বর্ণ,১৩ টি রৌপ্য,৫ টি ব্রোঞ্জ জিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা জেলা চ্যাম্পিয়ন হয়।