বান্দরবানে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অপুর্ব স্পোর্টিং ক্লাব


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৭ অক্টোবর, ২০২১ ১১:১৪ : অপরাহ্ণ 371 Views

“ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবানে হলুদিয়া কাইচতলী যুব সমাজের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে হলুদিয়া কাইচতলী থাই ফুড মাঠ প্রাঙ্গণের ফাইনাল খেলায় প্রথম বারেই বহুল প্রত্যাশিত শিরোপা অর্জন করলো অপুর্ব স্পোর্টিং ক্লাব।নির্ধারত সময়ে কোনও দল গোল করতে না পারায় টাইব্রেকারে খেলার ভাগ্য নির্ধারিত হয়।এতে অপুর্ব স্পোর্টিং ক্লাব ৫-৪ গোলে কাইচতলি জুনিয়র একাদশকে হারিয়ে সদ্য গঠিত অপুর্ব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।সুয়ালকে অনুষ্ঠিত আলোচিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর।এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও ক্রীড়া সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও অপুর্ব স্পোর্টিং ক্লাব এর প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ,আলহাজ্ব কাজী নাসিরুল আলম।সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও বান্দরবান সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহেসান উল্লাহ।ফুটবল খেলায় সুন্দর ভরাট কন্ঠে ধারাভাষ্যকার প্রদান করে খেলার অতিথি ও দর্শকদের মনজয় করেন ক্রীড়া সংগঠক মো:সাইফুল।প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেন হলুদিয়া কাইতলীর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন সরদার মনছফ আলী,ক্রীড়া সংগঠক মোহাম্মদ জিয়াউল হক,মোহাম্মদ হাসান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক,সাংবাদিক মোহাম্মদ আলী,রশিদা কল্যাণ ট্রাস্টের সভাপতি নুরুল আবছার মেম্বার,ক্রীড়া প্রেমী মোঃজসিম উদ্দিন,শ্রমিক নেতা বশির আহমেদ’সহ প্রমুখ।প্রত্যাশিত শিরোপা জয়ী অপুর্ব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা,কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য আবুল কালাম আজাদ বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এলাকার সবাইকে নিয়ে এই ক্লাবটি একটা স্বপ্ন নিয়ে গঠন করলাম।ভাগ্য সহায় থাকায় আমার টিমের পরিচালনা কমিটির সবাইকে নিয়ে অত্যন্ত কঠিন একটা উপভোগ্য ফাইনাল খেলায় জয়ী হতে পেরেছি।এইজন্য অপুর্ব স্পোর্টিং ক্লাবের প্রতিটি সদস্য কে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি সবাইকে বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি।আমার সামাজিক দায়বদ্ধতা নিয়ে গঠিত এই ক্লাবের কার্যক্রম আমি আরও বিস্তৃত আকারে ছড়িয়ে দিতে চাই এবং এইজন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।সমাজের তরুণ জনগোষ্ঠী কে মাদকমুক্ত এবং নানাবিধ খারাপ কর্মকান্ড গুলো থেকে দুরে সরিয়ে রাখতে খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই বান্দরবান জেলায় আগামীর ক্রীড়াঙ্গনে অপুর্ব স্পোর্টিং ক্লাব অনবদ্য ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।প্রধান অতিথির বক্তব্যে সৌরভ দাশ শেখর বলেন,হলুদিয়া কাইচতলী যুব সমাজ এর উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করেছে তা সত্যি প্রশংসনীয়,তিনি ছাত্র ও যুবসমাজের সকলকে আরো বেশি বেশি খেলাধুলা আয়োজন করার প্রতি মনোযোগী ও উৎসাহী হওয়ার পরামর্শ প্রদান করেন।তিনি আরও বলেন,আসুন আমরা সকলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহিত করি,একটি সুন্দর মাদক মুক্ত সমাজ গড়ে তুলি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!