

বান্দরবান অফিসঃ-বান্দরবান শহরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে বান্দরবান বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বান্দরবান ফুটবল একাডেমী ১-০ গোলে আর্মীপাড়া একাদশকে হারিয়ে শিরোপা লাভ করেছে। খেলায় ম্যান অব দি ম্যাচ হয়েছেন ফুটবল একাডেমীর খেলোয়াড় মো: হেলাল।
খেলা শেষে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি শিরোপা লাভকারী বান্দরবান ফুটবল একাডেমীর অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মো.জাকির হোসেন মজুমদার, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুল ইসলাম,জেলা শ্রমিক লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ এবং স্থানীয় নেতৃবৃন্দ।উল্লেখ্য, বান্দরবান বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ২০১৮ এর মোট ৩৩টি দল অংশ নেন