

নিউজ ডেস্কঃ-বান্দরবানে পার্বত্য জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে পার্বত্য জেলা ফুটবল লীগ-২০১৮ এর শুভ উদ্বোধন হয়েছে । শনিবার বিকাল ৩টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে এই ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে পার্বত্য জেলা ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য জেলা ফুটবল এসোসিয়েশনের সহ -সভাপতি আব্দুর রহিম চৌধুরী এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক কাজল কান্তি দাশ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দীপ্তি কুমার বড়ুয়া, জেলা ফুটবল খেলোয়ার সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দিন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামসহ প্রমুখ । উদ্বোধনী খেলায় ফুটবল খেলার ধারাভাষ্য প্রদান করেন ধারাভাষ্যকার মোঃ মাহাফুজ রশিদ বাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবকদের ক্রীড়ামূখী করার লক্ষ্যে এ ফুটবল লীগের আয়োজন করা হয় । উদ্বোধনী খেলায় বান্দরবান ফুটবল একাডেমী দল বনাম ঈগল স্পোটিং ক্লাব দল অংশ গ্রহণ করে। খেলায় উভয় দল ১-১গোল করায় খেলাটি ড্র পরিণত হয় । উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বান্দরবান ফুটবল একাডেমীর খেলোয়ার নেলসন । প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজিত ফুটবল লীগে জেলার ৭টি ক্লাব অংশ নিয়েছে ।