

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে পুলিশ সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।গতকাল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান জেলা স্টেডিয়ামের জিমনিসিয়াম হলে জেলা পুলিশের আয়োজনে ও ব্যাডমিন্টন এ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.জি.এফ.আই এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো.আরিফুজ্জামান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান,জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি এ.কে.এম.জাহাঙ্গীর আলম,জেলা পরিষদে সদস্য লক্ষীপদ দাশ,জেলা আওয়ামীলীগ উপদেষ্টা আবু মুসা ফারুকী,ব্যাডমিন্টন এসোসিয়েশন (বি.বি.এ) সভাপতি কাঞ্চনজয় তংচঙ্গ্যাসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও ক্রীড়া ব্যক্তিরা।
উক্ত টুর্নামেন্টে বান্দরবান জেলার ৭টি উপজেলা থেকে ৪জন মহিলার ২টি দল সহ মোট ২৯টি দলের উভয় বিভাগ মিলে সর্বমোট ৫০জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।আগামী ১০ নভেম্বর প্রতিযোগিতা শেষ হবার কথা রয়েছে।