ক্রীড়া পরিদপ্তর এর ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বান্দরবানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১ জানুয়ারী) বান্দরবান জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে জেলা শহর এর রাজার মাঠ প্রাঙ্গনে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়।বান্দরবান এর জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি বিষয়টি নিশ্চিত করেছেন।এতে ২৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচংগ্যা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইনিং স্পোর্টস একাডেমির সভাপতি কুলসুমা বেগম।এসময় মানবাধিকার কমিশন এর বিশেষ প্রতিনিধি নীলিমা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।