

বান্দরবান জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অ-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা (অ-১৭)-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত প্রতিযোগিতা এর শুভ উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম।
বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকি এর সার্বিক তত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মো.সামসুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থা এর সাধারন সম্পাদক (ভাঃ প্রাঃ) মুজিবুর রশিদ,সদস্য দিলীপ কুমার দে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় লামা উপজেলা বালক দল ২-০ গোলে বান্দরবান সদর উপজেলা দলকে পরাজিত করে।উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের বালক ও বালিকা দলের আটটি খেলা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সেমিফাইনাল পর্বের চারটি খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট এ পৃষ্ঠপোষকতা করছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর ক্রীড়া পরিদপ্তর।সহযোগিতা করছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।খেলায় ধারা বর্ননায় ছিলেন ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু।