শিরোনাম: মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা বান্দরবানে জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালঃ শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ স্ট্যান্ড রিলিজ কক্সবাজারের এসপি রহমত উল্লাহ্ ধর্ষণের দায়ে বান্দরবানে দু’জনের যাবজ্জীবন দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় কেএনএফ আতঙ্কে এলাকা ছাড়া ১৫ পরিবার ফিরলো বাড়িতে জেলা প্রশাসক শামীম আরা রিনি’র এক ঘোষনায় ২০ লাখ টাকার অনুদান পেলো আলীকদম কলেজ নাইক্ষ্যংছড়িতে গ্রেফতার হলো স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক চুচু মং

বান্দরবানের ম্যারাথন ভিত্তিক প্রথম কমিউনিটি বান্দরবান হিল রানার্স


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০৭ : পূর্বাহ্ণ 35 Views

বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরামের মুখপাত্র ও সদস্য সচিব লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বান্দরবান জেলায় ম্যারাথন ভিত্তিক প্রথম কোনও পেশাদার কমিউনিটি “বান্দরবান হিল রানার্স” এর সদস্যরা।মঙ্গলবার (৪ জানুয়ারি) হোটেল হিলভিউতে বান্দরবার হিল রানার্স কমিউনিটি এর দলনায়ক ও বান্দরবান জেলার তুখোড় কারাতে খেলোয়াড় মো.আব্দুল্লাহ্ আল নোমান এর নেতৃত্বে চার সদস্য এসময় উপস্থিত ছিলেন।বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরামের এডহক কমিটির সদস্য (দপ্তর) কাওসার আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।এদিন বান্দরবান হিল রানার্স সদস্যরা তাদের সংগঠনের লগো সম্বলিত একটি শুভেচ্ছা স্মারক ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল) এর হাতে তুলে দেন।মতবিনিময়কালে জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বান্দরবান জেলার হয়ে একাধিক পদকজয়ী আব্দুল্লাহ্ আল নোমান বলেন,এ্যাথলেটিকস ও ম্যারাথন দিয়েই ক্রীড়ায় আমার পথচলা শুরু।তবে কারাতে খেলোয়াড় হিসেবেও জাতীয় ও আন্তর্জাতিক অনেকগুলো পদক এনে দিয়েছি।ইতিপুর্বে বান্দরবানের ম্যারাথন এ বহু ইভেন্টে আমি অংশগ্রহন করেছি এবং সাফল্য পেয়েছি।ছোটবেলা থেকে ম্যারাথন এর প্রতি আমার একটা দুর্বলতা ছিলো।এখন দলগতভাবে বান্দরবান হিল রানার্স কে সামনে রেখে বান্দরবানের ম্যারাথনকে এগিয়ে নিতে কাজ করতে চাই এবং সবার সহযোগিতা চাই।এসময় তিনি শতাধিক ম্যারাথন দৌড়ে অংশ নেয়ার তথ্য উল্লেখ করে বান্দরবানের ম্যারাথন পিছিয়ে থাকার জন্য পৃষ্ঠপোষকতার অভাব কে দায়ী করেন।হতাশ এই কৃতী এ্যাথলেট এসময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাসহ সকল সরকারি ও বেসরকারি প্রথিষ্ঠান কে ম্যারাথন এর অগ্রযাত্রায় সহায়তার হাত বাড়িয়ে দিতে আহবান জানান।বর্তমানে পেশাদার এই ম্যারাথন কমিউনিটি থেকে ১০ জন সক্রিয় সদস্য দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহন করছে বলেও উল্লেখ করেন।এসময় আব্দুল্লাহ্ আগামী শনিবার (৮ই ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যারাথন-২৫ এ বান্দরবান হিল রানার্স এর চার দৌড়বিদ সম্পুর্ন নিজস্ব উদ্যোগে অংশ নেয়ার কথা জানিয়ে বান্দরবানবাসীর দোয়া কামনা করেন।বাংলাদেশসহ ১৫০টি দেশের এলিট রানারসহ রেকর্ড ১০ হাজার দৌড়বিদ এতে অংশগ্রহণ করবে।একই দিন বান্দরবান হিল রানার্স এর প্রধান উপদেষ্টা হিসেবে ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল) কে মনোনিত করা এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

মতবিনিময়কালে বান্দরবান হিল রানার্স এর নির্ভিক সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনটির যাবতীয় কার্যক্রম কে গতিশীল রাখতে সব ধরনের সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি ব্যাক্ত করে বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম এর সদস্য সচিব ও ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল)।এছাড়াও বিভিন্ন জেলায় আয়োজিত ইভেন্টে বান্দরবান হিল রানার্স সদস্যদের নির্বিঘ্ন যাতায়াতসহ তাদের সকল কার্যক্রমকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।মতবিনিময়কালে তাৎক্ষণিক “বান্দরবান হিল রানার্স” এর মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালনের কথা জানিয়েছে বান্দরবান জেলা প্রশাসন এর লোকাল ইনোভেশন-২০১৫ এর সম্মাননা প্রাপ্ত অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম।উল্লেখ্য,বান্দরবান জেলার একমাত্র রানিং কমিউনিটি হিসেবে পরিচিত দেশজুড়ে পরিচিত বান্দরবান হিল রানার্স এর সদস্যরা বিগত দেড় বছরের বেশি সময় বাংলাদেশের বিভিন্ন জেলা,উপজেলা এবং জাতীয় পর্যায়ে বান্দরবানের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!