বান্দরবান জেলা ফুটবল লীগ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (১৬ই মার্চ) বান্দরবান জেলা স্টেডিয়ামে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।খেলায় আবাহনী ক্রীড়া চক্র ১-০ গোলে ঈগল স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং পুরষ্কার বিতরন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাধারন সম্পাদক ক্য শৈ হ্লা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম,পিপিএম,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক পৌর মেয়র ইসলাম বেবী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন এর সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী।খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে আবাহনী ক্রীড়া চক্র।বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলাটির সার্বিক তত্বাবধানে ছিলেন নবনির্বাচিত ফুটবল এসোসিয়েশন সাধারন সম্পাদক মং ওয়াই চিং।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আবাহনী ক্রীড়া চক্র,বান্দরবান এর ডিফেন্ডার ও অধিনায়ক শহিদুল ইসলাম (সোহেল)।উলেখ্য,করোনা মহামারির কারনে বান্দরবানের সর্বশেষ অনুষ্ঠিত ফুটবল লীগ-১৮ এর ফাইনাল খেলাটি স্থগিত ছিলো।বৃহস্পতিবারে অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্য দিয়ে নিয়মিত লীগ আয়োজনের দীর্ঘ বিরতির অবসান ঘটলো।