সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-ম্যাচ জেতানোর জন্য তাঁর তূণে কী মোক্ষম বাণ রাখা ছিল, তা শুধু কোচ মাহবুব হোসেন রক্সিই জানতেন।না হলে কি আর সেরা অস্ত্র জাফর ইকবালকে প্রথমার্ধে সাইডবেঞ্চে বসিয়ে রাখেন?আর মোক্ষম সময়ে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে জাফরকে মাঠে নামালেন,যেন জাফর নয়,মাঠে নামল জাদুকর।পায়ের জাদুতে বদলে দিল ম্যাচের দৃশ্যপট। গোলশূন্য ড্রয়ের পথে চলতে থাকা ম্যাচে তিন মিনিটের ব্যবধানে করল জোড়া গোল।তার দুই গোলের কল্যাণেই সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নসশিপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে ২-০ গোলে ম্যাচ জিতল বাংলাদেশ।ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে বাংলাদেশ।তবে প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি সফরকারীরা।দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। সেই সঙ্গে ম্যাচের ৫৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন স্ট্রাইকার জাফর ইকবাল।আর এই তারকার আগমনে পর ম্যাচের ৮০ মিনিটে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ।তিন মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।তার দুটি গোলই ছিল বেশ দর্শনীয়।এর পরের ম্যাচটি নেপাল ও ভারতের। দুই দলেরই পয়েন্ট সমান ৬।ওই ম্যাচে ভারত নেপালকে হারালে বা ওই ম্যাচ ড্র হলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ।ভারতকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে বাংলাদেশ।তাই ভারত জিতলেও সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশ শিরোপা জিতবে।ড্র হলে তো পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকেই চ্যাম্পিয়ন।কিন্তু নেপাল জিতলে সর্বনাশ। তাদেরও বাংলাদেশের সমান পয়েন্ট হবে।বাংলাদেশকে রবিন রাউন্ড লিগের এই আসরের আগের ম্যাচে হারিয়েছে তারা।ওই জয়ের কারণেই গতবারের চ্যাম্পিয়ন নেপাল এবারো জিতবে শিরোপা।বাংলাদেশের ভক্ত-সমর্থকরা এখন তাকিয়ে নেপাল-ভারত ম্যাচের দিকে। সেই সাথে প্রার্থনাও চলছে।উল্লেখ্য জাফর বান্দরবান জেলার একজন কৃতি ফুটবলার হিসেবে তাঁর নৈপুন্য দেখিয়ে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন।বান্দরবানের সকল শ্রেনী পেশার জনসাধারণের দৃষ্টি তে জাফর এখন সুপারস্টার ফুটবলার।বান্দরবানের মানুষ এখন স্বপ্ন দেখে একদিন এই জাফর বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জায়গা করে নিবে এবং পারফরমেন্স দিয়ে বান্দরবান কে প্রতিনিধিত্ব করবে।এদিকে জাফরের সাফল্যে মুগ্ধ হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা মার্মা,বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এবং বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর পক্ষ থেকে যৌথভাবে কিংবা প্রতিটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে বান্দরবান জেলার এই কৃতি ফুটবলার কে সম্বর্ধনা দেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করে বিশেষ আহবান জানিয়েছেন সিএইচটি টাইমস ডটকম সম্পাদক লুৎফুর রহমান (উজ্জ্বল)।এসময় সিএইচটি টাইমস ডটকম সম্পাদক বলেন,জাফর বান্দরবান এর স্থানীয় ছেলে হলেও অনুর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে সে শুধু বান্দরবান জেলাকেই প্রতিনিধিত্ব করেনি সমগ্র বাংলাদেশ এর ফুটবল কে প্রতিনিধিত্ব করেছে।তাঁর নৈপুন্য দিয়ে সে সমগ্র বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করেছে এবং সাফল্য এনে দিয়েছে।অসম্ভব প্রতিভাবান এই ফুটবলার কে এখন থেকেই সঠিক পরিচর্যায় রাখতে বান্দরবান জেলার উচ্চপর্যায়ে দায়িত্বে থাকা প্রতিষ্ঠান প্রধানদের সাহায্য,সহযোগিতা এবং উৎসাহ-উদ্দীপনা দিয়ে তাকে গড়ে তোলতে হবে যাতে সে একদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জায়গা করে নিয়ে বান্দরবান জেলাকে প্রতিনিধিত্ব করতে পারে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.