

স্পোর্টস ডেস্কঃ-বাংলাদেশ যুব গেমস্ ২০১৮ উপলক্ষে বান্দরবানে র্যালি,আলোচনা সভা ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ হতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।পরে সেখানে কারতে প্রদর্শনীর আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় বক্তব্য রাখেন সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লে.কর্নেল মশিউর রহমান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো.ইসলাম বেবী।পরে সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কারাতে প্রদর্শনীতে অংশ গ্রহণ করে।