

স্পোর্টস ডেস্কঃ-দক্ষিণ অাফ্রিকা সিরিজ খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাইবে বাংলাদেশ দল এবং তাদের ভক্তরা। বাংলাদেশ দল বলতে গেলে অসহায়ভাবেই আত্মসমর্পণ করল এই সিরিজে।যে দলটা গত দুই বছর দুর্দান্ত ক্রিকেট খেলল,তাদের এমন পারফরম্যান্সে কতটা অবাক হয়েছে সবাই।সে সাথে অবাক হয়েছে হাশিম অামলাও।
এক সাক্ষাৎকারের তিনি বলেন, “অবাক হওয়ার কিছু নেই।ক্রিকেটে এ রকম হতেই পারে”।আমরা জানি, বাংলাদেশ দলে কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে এবং তাদের কেউ কেউ এই সিরিজেও প্রতিভার ঝলক দেখিয়েছেন।তবে হ্যাঁ,ওয়ানডে সিরিজটাতে আরেকটু ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে ভেবেছিলাম।আমরাও অবশ্য খুব ভালো ক্রিকেট খেলেছি।ওয়ানডেতে কোনো দল ৩৫০ রান করে ফেললে সেটা তাড়া করা একটু কঠিনই।