

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বলিবাজারে অর্ধমাসব্যাপী ঞিংঞারে মিনিবার ফুটবল টুর্ণামেন্ট বৃহস্পতিবার বিকেলে ৩ঘটিকায় সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হাইস্কুল মাঠে।চহ্লামং মারমা (চহ্লা)’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ বিজিবি বলিবাজার জোনে লেঃ হাবিবুল হাসান (পিএসসি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডে সদস্য আক্তার হোসেন,বাজার কমিটি সভাপতি নিহারবিন্দু চাকমা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মংম্যাসিং মারমা সহ প্রমুখ।সমাপনী খেলা দু’ শক্তিশালী দল ক্রংক্ষ্যং পাড়া বনাম গালেনগ্যা মধ্যকার খেলা ১-০ গোলে চ্যাম্পিয়ন হলেন গালেনগ্যা পূর্ণবাসন পাড়া দল। আয়োজন কমিটি উক্যনু,ক্যম্যাইচিং ও নুমংপ্রু মারমা সৌজন্যে সার্বিকভাবে সহযোগীয় ছিলেন ৩৮ বিজিবি জোন বলিপাড়া।