

বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন,সরকার খেলাধুলাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আসছে।যার ফলে ফুটবল-ক্রিকেটসহ সব খেলায় অভূতপূর্ব একটি পরিবর্তন সৃষ্টি হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ এর জেলা পর্যায় এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।জেলা প্রশাসক বলেন,এই ফুটবল টুর্নামেন্টটি তৃনমুল পর্যায়ে সর্বত্র ব্যাপক সাড়া সৃষ্টি করেছে।খেলাধুলায় সম্পৃক্ত থাকায় আমাদের সন্তানরা বিপথগামী না হয়ে সঠিক পথের দিশা খোঁজে পাচ্ছে।এসময় তিনি বিভাগীয় পর্যায়ে বান্দরবান জেলার প্রতিনিধিত্বকারী বালক ও বালিকা দলকে অভিনন্দন জানান এবং তাঁরা যাতে ভালো খেলে জাতীয় পর্যায়ে জেলার জন্য ভালো ফলাফল বয়ে আনতে পারে সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন বলে আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।রানার্সআপ দুই দলকেও প্রশংসায় ভাসিয়েছেন জেলা প্রশাসক,বান্দরবান।আগামী তে চ্যাম্পিয়ন হবার জন্য তাদেরকে এখন থেকেই নতুন করে প্রস্তুতি নিতে আহবান জানান তিনি।এসময় জেলা প্রশাসক চ্যাম্পিয়ন এবং রানার্সআপ চারটি দলকেই নিজস্ব তহবিল থেকে প্রাইজমানি উপহার দেন।
প্রাথমিক পর্যায়ে দেশের ইতিহাসে সর্ববৃহৎ এই ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সফিউল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এছাড়াও জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এর পদস্থ কর্মকর্তা,শিক্ষক ও অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।বান্দরবান জেলা স্টেডিয়ামে সমাপনী পর্বে অনুষ্ঠিত দুইটি ফাইনাল খেলা উপভোগ করেন অতিথি বৃন্দ।পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিরা।
খেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা এর বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় (ছেলে)।অন্য দিকে রোয়াংছড়ি উপজেলা এর পাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নাইক্ষ্যংছড়ি উপজেলা এর আলী মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে (মেয়ে)।রবিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সমাপনী পর্ব ও দুটি খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করে সাবেক কৃতী ফুটবলার মাহফুজুর রশীদ বাচ্চু।
পাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থী পাই য়ই নু মার্মা টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন (মেয়ে)।অন্য দিকে বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থী মো.জাহেদ সেরা গোলদাতার পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য,বান্দরবান জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে অনুষ্ঠিত দুই চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে বান্দরবান জেলার প্রতিনিধিত্ব করবে।