বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর নকআউট পর্বের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ জুন) বান্দরবান জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় চট্টগ্রাম এর আবাহনী ক্রীড়া চক্র (দোহাজারী) ১-০ গোলে সিলেটের শ্রীমঙ্গল ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে উর্ত্তীর্ণ হয়।বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা এর সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দর্শকপ্রিয় এই টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা উপভোগ করেন।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সেমিফাইনালের সেরা খেলোয়াড় এবং সেরা গোলদাতার হাতে পুরস্কার তুলে দেন।একই সময় তিনি খেলার অন্যতম আকর্ষণ লাকী কুপনে বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,জেলা ক্রীড়া সংস্থা’র সহসভাপতি দিপ্তী কুমার বডুয়া এবং ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব লক্ষীপদ দাস,জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান উপস্থিত ছিলেন।খেলায় শ্রীমঙ্গল এর মামুন সেরা খেলোয়াড় এবং আবাহনী ক্রীড়া চক্রের ইমন সেরা গোলদাতা নির্বাচিত হন।ম্যাচে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন সাবেক ঢাকা প্রিমিয়ারলীগ ফুটবলের কৃতী ফুটবলার মাহফুজুর রশিদ বাচ্চু।টুর্নামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে করোনা মহামারীর দীর্ঘ বিরতি কাটিয়ে দর্শক নন্দিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের-২০২২ এর ফাইনাল খেলাটি আগামী শুক্রবার (১০ জুন) অনুষ্ঠিত হবে।ফাইনাল খেলায় কক্সবাজার এর শেখ জামাল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে চট্টগ্রাম এর আবাহনী ক্রীড়া চক্র (দোহাজারী)।ফাইনাল খেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।