ক্রীড়া পরিদপ্তর এর ২০২২-২৩ অর্থ বছরের আওতায় বান্দরবান জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে ৫ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) এই প্রশিক্ষণ ক্যাম্প এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি।
প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস,জেলা ফুটবল এসোসিয়েশন এর সদস্য মো.নাছির,প্রশিক্ষণ ক্যাম্প এর আহবায়ক দিলীপ কুমার দে,হিসেবে উপস্থিত ছিলেন গোলকিপার কোচ মাহফুজুর রশিদ বাচ্চু এবং ফুটবল কোচ ছোটন দাশ।
বান্দরবান জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আয়োজিত প্রশিক্ষণ ক্যাম্পে বাছাই করা ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে (২০ জন বালক ও ২০ জন বালিকা)।
উল্লেখ্য,প্রশিক্ষণ ক্যাম্পে সহযোগিতা করছে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।শনিবার (১৯ নভেম্বর) বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত হবে।