প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটঃ ১ম দিনে জয় পেলো কালেক্টরেট স্কুল এন্ড কলেজ


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০২২ ৬:০৭ : অপরাহ্ণ 404 Views

বান্দরবানে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা”২১ ও ২২ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডা.মো.শেখ ছাদেক।বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় আয়োজিত স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাজ্জাদ জাহিদ রাতুল,বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মুজিবুর রশীদ,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশ,নির্বাহী সদস্য সাচিং প্রু,নির্বাহী সদস্য মো.তাহের টিপু,নির্বাহী সদস্য অচ মং মারমা,ক্রিকেট কোচ রাহুল বিশ্বাস,বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পদ বড়ুয়া,বান্দরবান কালেক্টরেট স্কুল ও কলেজ এর সহকারী শিক্ষক মো.সুলাইমান,সহকারী শিক্ষক মো.তৌহিদুল আলমসহ ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠক ও ক্রীড়াবিদরা এসময় উপস্থিত ছিলেন।উদ্বোধনী দিনের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এবং বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় দল।খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ টিমের অধিনায়ক মো.আকিবুল হক।পরে নির্ধারিত ৫০ ওভারের খেলায় ব্যাট করতে নেমে ২৭ ওভারে ১৫৭ রান সংগ্রহ করে অলআউট হয় কালেক্টররেট স্কুল এন্ড কলেজ।১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা ২৮ ওভারে ১৩১ রান সংগ্রহ করে অলআউট হওয়ায় প্রতিযোগিতার প্রথম দিনেই ২৬ রানে জয়লাভ করে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।বল হাতে ৫ উইকেটসহ অলরাউন্ড পারফরম্যান্স এরজন্য প্রথম ম্যাচে বিজয়ী দলের খেলোয়াড় তাসরিফ আরাফাত লিমনকে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত করা হয়।এদিন বল হাতে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ টিমের অধিনায়ক আকিবুল হকও ৫ উইকেট পেয়েছেন।বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মুজিবুর রশীদ সিএইচটি টাইমস ডটকমকে জানান,এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় বান্দরবানের ৪টি স্কুল অংশগ্রহণ করছে।আগামী ২২ এপ্রিল এই ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে এবং এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলটি পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!