‘গোটা বিশ্ব দেখল ড্রপ ক্যাচ অথচ থার্ড আম্পায়ার দেখলেন এটা আউট’ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সাথে উঠে আসছে এমন বক্তব্য। পাকিস্তানের আম্পায়ার আলিম দার বরাবরই বাংলাদেশী ক্রিকেট অনুরাগীদের নিকট একটি বিতর্কিত নাম। সেই বিতর্ক নতুন করে উস্কে দিলেন তিনি আজ আবারো।
বাংলাদেশের বিপরীতে খেলায় তার বিচারকার্যে পক্ষপাত রয়েছে এটা পুরনো অভিযোগ- সেই অভিযোগের আরেকটি দৃষ্টান্ত দেখল আজ দেশের ক্রীড়াপ্রেমীরা।
মুজিবের বলে যখন লিটন দাশ খুব ধীরে ডিফেন্স করতে ধরেছিলেন তখন সেটা প্রায় ক্যাচ উঠে যায়। তবে সে ক্যাচ আফগানিস্তানের ফিল্ডার হাশমোতুল্লাহ শাহিদি ধরে ফেলার আগেই দুই তালুর ভেতরে দিয়ে ঘাস স্পর্শ করে। মাঠের আম্পায়ারদ্বয় যখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না তখনই তারা থার্ড আম্পায়ারের দ্বারস্থ হলেন। থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের আলিম দার। আলিম দার লিটন দাসকে আউট ঘোষণা করতে সময় নিলেন না। আর এতেই ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা চটেছেন পাকিস্তানের এই আম্পায়ারের উপর।