

মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল ফিতর ও মরামা সম্প্রদায়ের মাহা সাংগ্রাই উপলক্ষে বান্দরবানের ক্রীড়াবিদরা পেল উপহার।শনিবার (২৯ মার্চ) বিকেলে বান্দরবান সদর উপজেলার সভাকক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সদরের বিভিন্ন ইভেন্টের সাথে জড়িত ক্রীড়াবিদদের এই উপহার সামগ্রী হাতে তুলে দেন। সংবাদকর্মী ও ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এসময় বান্দরবান প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাহী সদস্য কৌশিক দাশসহ স্থানীয় ক্রীড়া সংগঠক,খেলোয়াড় ও সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি,পবিত্র ঈদুল ফিতর ও মাহাঃ সাংগ্রাই এর মতো ধর্মীয় উৎসব উপলক্ষে সদর উপজেলা এর খেলোয়াড়দের মাঝে উপহার বিতরনের এমন উদ্যোগ কে স্বাগত জানান।তিনি বলেন,খেলাধুলা এগিয়ে নিতে উপজেলা প্রশাসন সবসময় খেলোয়াড়দের পাশে থাকবে।
এবিষয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সদস্য ও ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,পবিত্র ঈদুল ফিতর ও মাহা সাংগ্রাই কে কেন্দ্র করে প্রতি বছরই স্থানীয় খেলোয়াড় এবং সংগঠকদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরন উদ্যোগ গ্রহন করে থাকি।এমন উপহার খেলোয়াড়দের মনোবল বাড়াতেও ভূমিকা রাখে।এসময় লুৎফুর রহমান (উজ্জ্বল) আরও বলেন,শান্তি ও সম্প্রীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় খেলাধুলা কে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন এবং সবাইকে একযোগে ক্রীড়ার জন্য ভূমিকা রাখতে আহবান জানান।
আয়োজক সুত্রে জানা যায়,কারাতে,ফুটবল,হকি,উশু, জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সদস্য,নারী ফুটবলারসহ বেশকিছু ইভেন্ট এর ২০ জন খেলোয়াড় এর মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়।এছাড়াও একজন মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকেও একই অনুষ্ঠানে ঈদ উপহার তুলে দেয়া হয়।