স্পোর্টস ডেস্কঃ-মনে প্রাণে আপাদমস্তক মুসলিম এই নিপাট ভদ্রলোক তার ব্যাটিং প্রতিভা অনেক আগেই প্রমাণ করেছেন। তবে টি-টোয়েন্টিতেও যে তিনি বিধ্বংসী হতে পারেন তা চলতি আইপিএল না দেখলে বিশ্বাস করা কঠিন।এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে তিনি আছেন রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে।৫৯.৮০ গড়ে ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে তার রান সংখ্যা ২৯৯।তার পরে থাকা ডেভিড ওয়ার্নারের রান সংখ্যা ২৮২।হাঁকিয়েছেন একটি শতকও।চলতি আসরের সর্বোচ্চ ১০৪ রানের ইনিংসটিও তারই।আর আইপিলের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ রানের মালিকের মাথায় থাকে ‘অরেঞ্জ ক্যাপ’। বর্তমানে এই ক্যাপের মালিক এই দক্ষিন আফ্রিকান মুসলিম ব্যাটসম্যান হাশিম আমলা।তবে সেদিন ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপ নিতে মাঠে দেখা গেল না আমলাকে।কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক গ্লেন মাক্সওয়েল অরেঞ্জ ক্যাপটি গ্রহন করলেন আর বললেন,হাশিম আমলা নামাজ পড়ার জন্য আসতে পারেননি,তিনি আমাকে ক্যাপটি সংগ্রহ করতে বলেছেন’।আসলে এই ধর্মপ্রাণ ক্রিকেটারের কাছে নামাজ অনেক গুরুত্বপুর্ণ।এবং তিনি যে আপাদমস্তক একজন খাটি মুসলিম আবারো তার প্রমান দিলেন।এইদিন গুজরাত লায়ন্সকে হারিয়ে আইপিএলে প্লে-অফের দৌড়ে ফিরে এল কিংগস ইলেভেন পঞ্জাব।রবিবার বিকেল চারটের ম্যাচে তারা জিতল ২৬ রানে এবং আবারও তাদের জয়ের নায়ক হাসিম আমলা।মূলত রক্ষণাত্মক টেস্ট ব্যাটসম্যান হিসেবে এত কাল পরিচিত ছিলেন আমলা। কিন্তু আগের ম্যাচে সেঞ্চুরি করে সকলকে চমকে দেওয়ার পর এ দিনও দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানই ম্যাচের সেরার পুরস্কার জিতে নিলেন।তাঁর ৪০ বলে ৬৫ রানের ইনিংসে নানা স্ট্রোকের ফুলঝুরিও দেখা গেল।তবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতেও আসতে পারেননি তিনি।একই সঙ্গে জানা যায় ইনজুরিতে আক্রান্ত বা ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়েছে হাশিম আমলার।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.