জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বান্দরবানে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনে ১০ই ফেব্রুয়ারী শুরু হওয়া এবারের টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সমাপনী ও ফাইনাল খেলায় মুখোমুখি হয় আলীকদম উপজেলা এবং লামা উপজেলা।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো.আমিনুর রহমান।সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম,পিপিএম,স্থানীয় সরকার উপ-পরিচালক লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী সহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।এছাড়াও খেলায় আরো উপস্থিত ছিলেন লামা ও আলীকদম উপজেলা চেয়ারম্যান সহ ক্রীড়ামোদী দর্শক সমর্থক,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
ফাইনালের ৯০ মিনিটের খেলায় মুখোমুখি হয়ে আলীকদম উপজেলা ৩-০ গোলে লামা উপজেলাকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন।এবারের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে জেলা সদরের ২টি সহ ৬ টি উপজেলার ১টি করে মোট ৮ টি টিম অংশগ্রহণ করে।