

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মিক্সড মার্শাল আর্ট ফাইটিং এর ব্যান্টমওয়েট শ্রেণীতে বাংলাদেশের পক্ষে দক্ষিণ এশিয়ার অপরাজিত চ্যাম্পিয়ন মার্শাল আর্ট খেলোয়াড় জাসপার লালখম সাং এর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ এপ্রিল) দুপুরে পার্বত্য জেলা পরিষদের সভা কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন,পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহা পানজি,কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যাসহ,স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।এসময় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন,বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এবং স্থানীয় খেলোয়াড়দের মান উন্নয়নের লক্ষ্য নিয়ে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে ক্রীড়া উন্নয়ন বোর্ড গঠন করা হচ্ছে।এই বোর্ড গঠনের মাধ্যমে বান্দরবান জেলা পরিষদ ক্রীড়া সংশ্লিষ্ট প্রতিটি ইভেন্ট এর খেলোয়াড়দের মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক সহযোগীতা করবে।অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা জাসপারকে ২ লক্ষ টাকার ক্রীড়া অনুদানের চেক প্রদান করেন।উল্লেখ্য,চলতি বছরের ২১”মে থাইল্যান্ডের ফুকেট শহরে অনুষ্ঠিতব্য ফাইনাল চ্যাম্পিয়নশীপে খেলতে যাচ্ছেন মার্শাল আর্টের এই কৃতি খেলোয়াড় জাসপার।তিনি বলেন,মার্শাল আর্ট অত্যন্ত কঠিন একটি ক্রীড়া চর্চা।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ প্রদত্ত সংবর্ধনা এবং আর্থিক অনুদান ভালো খেলার জন্য একটি অনুপ্রেরণা হয়ে কাজ করবে।এবিষয়ে বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক বলেন,মার্শাল আর্ট অনেক কঠিন একটি খেলা।রুমার প্রত্যন্ত একটি এলাকা রুমানা পাড়ার মতো পাহাড়ী জনপদ থেকে উঠে আসা এমন একজন কৃতি খেলোয়াড় কে সংবর্ধনা দেয়াটা অসাধারণ একটি উদ্যোগ।এ ধরনের উদ্যোগ জেলার সব পর্যায়ের খেলোয়াড়দের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।জেলা পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানাই।এদিকে,বান্দরবানের ফুটবলার এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কৃতি সদস্য মো.জাফরকে সংবর্ধনা প্রদানের দাবি জানিয়েছে বান্দরবান জেলার সর্বস্তরের মানুষ।