

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০১৯-২০ এর আওতায় বান্দরবান পৌরসভায় ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।বুধবার (৫ ফ্রেবুয়ারি) বিকাল ৪টায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। এসময় ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দিন,জেলা ফুটবল দলের কোচ অসীম বড়ুয়াসহ প্রমুখ।উক্ত ফুটবল প্রতিযোগিতা খেলায় সবুজ দল ১-০ গোলে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, পার্বত্য বান্দরবান জেলায় বিভিন্ন জাতি গোষ্ঠীর বসবাস। এই খেলাধুলায় পারে সকলের মাঝে সম্প্রীতি গড়তে। খেলাধুলা মানুষের মাঝে আনন্দ সৃষ্টি করে,উদ্দীপনা সৃষ্টি করে। শরীর ও মনকে সুষ্ট সবল রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই বেশী বেশী করে খেলাধুলার আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,চ্যাম্পিয়ান দল এবং রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন।