গ্রুপ পর্বের খেলায় পয়েন্ট টেবিলে অনেকটাই এগিয়ে থাকবে স্বাগতিক বান্দরবান জেলা পুলিশ।গ্রুপ পর্বের শেষ দুইটি খেলায় মঙ্গলবার (১৪ মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলার বিরুদ্ধে কাঙ্খিত জয় পেতে মাঠে নামবে আরআরএফ,চট্রগ্রাম।বিকেল ৩টায় দিনের গ্রুপ পর্বের শেষ খেলায় কুমিল্লা বনাম
চাঁদপুর জেলা পুলিশ ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হবে।পুলিশ লাইন্স মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হবে।টুর্নামেন্টের প্রথম দিন থেকেই দাপুটে ফুটবল উপহার দিয়ে যাচ্ছে বান্দরবান জেলার পুলিশ ফুটবল দল।
গ্রুপ পর্বে বান্দরবান জেলার শেষ খেলাটিতেও দাপুটে জয় পেয়েছে স্বাগতিক বান্দরবান।সোমবার (১৩ই মার্চ) বান্দরবান জেলা পুলিশ ৩-০ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কে পরাজিত করে।ম্যাচ শেষে সেরা খেলোয়াড়কে “ম্যান অব দ্য ম্যাচ” ক্রেস্ট প্রদান করেন পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) বান্দরবান এর সভানেত্রী সোহানা তারিক।এসময় বান্দরবানের পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.জাহাঙ্গীর,জেলা ক্রীড়া সংস্থা এর সাধারন সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.শাহ আলম,সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো.সালাহ উদ্দিনসহ বান্দরবান জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত রেঞ্জ ফুটবল টুর্নামেন্টেও বান্দরবান জেলা পুলিশ ফুটবল দল ২-০ গোলে খাগড়াছড়ি জেলা পুলিশ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।এবারও দাপুটে ফুটবল শৈলী উপহার দিয়ে যাচ্ছে স্বাগতিক বান্দরবান।টানা দ্বিতীয়বারের মতো ট্রফি অর্জন করতে হলে আর মাত্র দুটি খেলায় জয় পেতে হবে।