বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতি (বিএফপিএ) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ মে) বিকাল ৪ টায় খেলাটি মাঠে গড়ায়।তুমুল প্রতিদ্বন্দিতাপুর্ন এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং পুরষ্কার বিতরন করেন বান্দরবান বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সদস্য মো.ইসলাম কোম্পানী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মংওয়াই চিং।
এসময় বান্দরবান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো.মেহেদী হাসান,জেলা ক্রীড়া সাংস্থার সদস্য অংচ মং মার্মা,দিলীপ কুমার দে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়াও টুর্নামেন্ট পরিচালনা কমিটি এর আহ্বায়ক রফিকুল আলম মামুন,সদস্য সচিব মনির আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন টুর্নামেন্ট এর প্রথম সেমিফাইনাল খেলায় লোহাগাড়া যুব ফুটবল একাদশ ২-১ গোলে মধ্যম পাড়া একাদশ পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন।লোহাগাড়া যুব ফুটবল দলের ৯নং জার্সিধারী পারভেজ ম্যান অব দ্য ম্যাচ এর পুরষ্কার অর্জন করেন।পরে প্রধান অতিথি মো.ইসলাম কোম্পানি ম্যান অব দ্য ম্যাচ এবং র্যাফেল ড্র এর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রফিকুল আলম মামুন জানিয়েছেন,টুর্নামেন্ট ১ম সেমিফাইনাল উপলক্ষে র্যাফেল ড্রতে একটি আকর্ষনীয় বাইসাইকেল পুরষ্কার দেয়া হয়েছে।প্রসঙ্গত,গত ২৬ মে এই টুর্নামেন্ট আনুষ্ঠানিক শুভ সূচনা হয়।১ জুন বৃহস্পতিবার ২ সেমিফাইনাল খেলায় ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান এর মুখোমুখি হবে শিরোপা প্রত্যাশী জিটিএল ফুটবল দল।