বান্দরবান অফিসঃ-লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহির উদ্দিনের পৃষ্ঠপোষকতায় অান্তঃ পদুয়া চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
২রা নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টায় পদুয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পদুয়া জগন্নাথ ক্লাব ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে পদুয়া মাস্টার পাড়া ফুটবল একাদশ বিজয়ী লাভ করে।
খেলায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অাবু অাসলাম। বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন,বনফুল এন্ড কোম্পানির পরিচালক এম.এ শুক্কুর,কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সদস্য মাসুকুর রহমান বাবু,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক ও ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী,পদুয়া ইউনিয়ন অা’লীগের সাধারণ সম্পাদক অাবছার অাহমদ,সাতকানিয়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি ফরিদুল অালম,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস.কে শামশুল অালম,বান্দরবান খেলোয়াড় সমিতির নাছির উদ্দিন।উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান অালী।সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান ও ফরিয়াদের কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর অালম,লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক টিপু,চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুল হক টিটু,সেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিন,পদুয়া ইউনিয়ন যুবলীগ নেতা আদেল চৌধুরী,ছাত্রলীগনেতা সোহেল,মাকসুদ,আরিফ,আবদুলাহ আল সাঈদী,মিজান,পারভেজসহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথি বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র, পদুয়ার কৃতি সন্তান ইসলাম বেবী বলেন, খেলাধুলা যুবকদের শরীরিক ও মানসিক বিকাশে বিরাট অবদান রাখে। খেলাধুলা যুবকদের বিভিন্ন অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখে। তাই যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এরকম টুর্ণামেন্ট আরো বেশি করে আয়োজন করতে হবে।
ধারাবর্ণনায় ছিলেন মাহফুজুর রশিদ বাচ্চু’ খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আইয়ুব,সাধারণ সম্পাদক সোলায়মান।