

মোহাম্মদ আলী,বান্দরবান প্রতিনিধি:-বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচাল,জাতীয় দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেম্ ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান ও কোয়াব এর সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন এর রোগ মুক্তি কামনায় বান্দরবানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ০৩ আগস্ট বৃস্পতিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মুজিবুর রশিদ,এছাড়াও অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ তাহের টিপু,বান্দরবান জেলা উনুর্ধ্ব-১২ ক্রিকেট কোচ রাহুল বিশ্বাস,সহকারী কোচ তপন ত্রিপুরা,বিভিন্ন স্কুল এর শিক্ষর্থীবৃন্দ ও ক্রিকেট খেলোয়ারবৃন্দগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বান্দরবান জেলা স্টেডিয়াম মসজিদের খতিব মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচাল,জাতীয় দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেম ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান ও কোয়াব এর সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন এর রোগ মুক্তি কামনা করেন।