
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ- বান্দরবানের আলীকদমে জেলা পরিষদ ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে ও ব্যবস্থাপনায় গত ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ/১৭ইং হতে আলীকদম আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে একমাস ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।গতকাল শুক্রবার বিদ্যালয় মাঠে ক্রিকেট প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নায়িরুজামান সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তা নাজিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাশ্রী বড়ুয়া,মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুংচাহ্লা মারমা,চৈক্ষং মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উচাচিং মারমা,আবাসিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক পাইংশৈসহ প্রমূখ।প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।মাসব্যাপি প্রশিক্ষণে স্থানীয় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়।সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, “সুস্থ দেহ, সুন্দর মন” গঠনে শারীরিক শিক্ষার কোন বিকল্প নেই এবং পড়ালেখার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে সকল মাদক ও সন্ত্রাসমুক্ত গড়ে তুলতে হবে।অতিথিবৃন্দরা এ সময় আরো বলেন,শুধু প্রশিক্ষণ গ্রহণ করে বসে থাকলে হবে না।এসব প্রশিক্ষণ নিয়ে প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলার কার্যক্রম চালিয়ে গেলে জাতীয় খেলোয়ার তৈরি হয়ে একদিন লামা-আলীকদম ছেলে-মেয়েরা নেতৃত্ব দিবে। মাসব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন,চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সেলিমুল ইসলাম।উক্ত কর্মসূচির আওতায় লামা উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সভাপতিত্বে সকাল ১০টায় লামা মুখ উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যাটমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হই।খেলা পরিচালনা করেন উথোয়াই হ্লা মারমা। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের হাতে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন জেলা ক্রীড়া কর্মকর্তা নাজিম উদ্দিন ভূঁইয়া।