

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলার সাবেক ফুটবল খেলোয়ার,কোচ ও ফুটবল রেফারী মরহুম ইকবাল করিম ভূইঁয়ার স্মৃতি রক্ষার্থে এবং শিশু কিশোর ও যুবকদের ক্রীড়ামূখী করার লক্ষে স্থানীয় রাজার মঠে ইকবাল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়।সোমবার বিকাল সাড়ে ৩টায় ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ইকবাল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আহ্বায়ক অসীম বড়ুয়ার সভাপতিত্বে ২য় সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান থেকে প্রকাশিত মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক ও ক্রীড়া ব্যাক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ ইসলাম কোম্পানী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান প্রেস ক্লাব সভাপতি মোঃআমিনুল ইসলাম বাচ্চু,সাবেক জনপ্রিয় খেলোয়ার মোঃখোরশেদুল আলম,বান্দরবান ফুটবল খেলোয়ার সমিতির সভাপতি সাবেক ফুটবলার ও সংগঠক মোঃনাছির উদ্দীন,সাবেক ফুটবল খেলোয়ার মোঃশাহ আলম,কামরুননেছা খানম বেবী,সীমা দাশ,ফুটবল খেলোয়ার,কোচ ও ফুটবল রেফারী মরহুম ইকবাল করিম ভূইঁয়ার সহধর্মীনি জয়নাব বেগম ও তার কন্যা,৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ,৭নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল ইসলাম সামু,৭,৮,৯নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মোছাম্মৎ রাহিমা বেগম,৫নং ওয়ার্ড কাউন্সিলর থুইসিং প্রু লুবু,শিক্ষক আমিনুল ইসলাম,নারী খেলোয়র ও সংগঠক নিনি প্রু,নারী নেত্রী শিরিন আক্তার,সাবেক ফুটবল খেলোয়ার মোঃরফিকুল আলম প্রমুখ।খেলায় চমৎকার ধারাভাষ্য দেন সাবেক জনপ্রিয় ফুটবল খেলোয়ার মাহফুজুর রশিদ বাচ্চু।খেলায় সেরা খেলোয়ার পুরুস্কার গ্রহণ করেন জাদিতং যুব সংঘের খেলোয়ার উ মং চিং মারমা।এবারের ইকবাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জেলার মোট ১২টি দল অংশ নিয়েছে।আগামী ২৪শে নভেম্বর ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে।